ব্যাঙ্কিং পরিষেবায় বিশ্বের মধ্যে চতুর্থ ভারত !

সারা বিশ্বে প্রথম সারির যত ব্যাঙ্ক আছে, তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারতের এইচডিএফসি। সম্প্রতি এক রিপোর্টে দেখা গিয়েছে, পরিষেবার দিক থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের এই ব্যাঙ্ক। 

author-image
Ritika Das
New Update
banking.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের প্রথম সারির ব্যাঙ্কগুলির মধ্যে জায়গা করে নিল এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্কিং পরিষেবার দিক দিয়ে ভারতীয় কোম্পানি এইচডিএফসি বিশ্বের অন্যান্য ব্যাঙ্কগুলিকে টক্কর দিয়েছে। এই পরিষেবার অধীনে এত দিন প্রথম সারিতে ছিল আমেরিকা এবং চীনের একাধিক ব্যাঙ্ক। কিন্তু সেই তালিকায় প্রবেশ করেছে ভারতের এইচডিএফসি। ফলে এবার আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে এইচডিএফসি। 

বিশ্বের যে সমস্ত বড় ব্যাঙ্কগুলি আছে, সেই তালিকায় এসেছে এইচডিএফসি'র নাম। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এইচডিএফসি। রিপোর্ট বলছে, বর্তমানে এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা ১২০ মিলিয়ন, যা জার্মানির মোট জনসংখ্যার তুলনায় অনেক বেশি। এই ব্যাঙ্কের ৮,৩০০টি শাখা আছে এবং এইচডিএফসি ব্যাঙ্কে ১ লক্ষ ৭৭ হাজারের বেশি কর্মী কাজ করেন।