নিজস্ব সংবাদদাতাঃ টানা চতুর্থ দিনের মতো সংসদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের সঙ্গে বিরোধী সাংসদরা অবস্থান ধর্মঘটে বসেছেন। বিরোধী সাংসদদের দাবি, মণিপুরের সহিংসতা নিয়ে সংসদে আলোচনা হোক। প্রধানমন্ত্রী মোদীর উচিত সংসদে এসে এই ইস্যুতে বিবৃতি দেওয়া। কিন্তু এখনও পর্যন্ত মণিপুর ইস্যু নিয়ে সংসদে কোনও আলোচনা হয়নি।
কংগ্রেস সাংসদ জেবি মাথার বলেন, "সঞ্জয় সিং এবং টিম ইন্ডিয়া সংসদের বাইরে অবস্থান ধর্মঘটের চতুর্থ দিনে প্রবেশ করেছে। দেশ ও টিম ইন্ডিয়ার দাবি, প্রধানমন্ত্রী সংসদে এসে মণিপুর ইস্যুতে বিবৃতি দিন এবং এই ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনা হোক। আমরা ২০ জুলাই থেকে দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনও আলোচনা হয়নি বা প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনও বিবৃতি দেননি।"
তিনি আরও বলেন, 'আমরা বহুবার দেখেছি, যাদের হাতে ক্ষমতা আছে তারা দায়িত্ব বুঝে পদত্যাগ করেন। মণিপুর তিন মাস ধরে জ্বলছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সংসদের কোনও কক্ষে কোনও বিবৃতি দেননি। সরকার সংসদে আলোচনার অনুমতি দেয় না। আজ আমরা আশা করছি যে লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।'