স্বপ্ন পূরণ করে ভারত !

ভারতে এমন এক দেশ, যেখানে মানুষের স্বপ্ন  পূরণ হয়, দাবি করলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তাঁর মতে ভারতের স্বপ্ন এবং আমেরিকান স্বপ্ন একই মুদ্রের দুটি দিক।

author-image
Ritika Das
New Update
eric.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভারত এমন একটি জায়গা, যেখানে মানুষের স্বপ্ন বাস্তবে পরিণত হয়। দিল্লির এক অনুষ্ঠান মঞ্চ থেকে এমন কথাই বললেন ভারতে বসবাসকারী মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। কিছু দিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফর সেরে দেশে ফেরার পর এই কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত। 

মার্কিন ও ভারতের মধ্যে সম্পর্ককে উল্লেখ করে এরিক জানান, বিশ্বের দুটি মহান গণতন্ত্রের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মিল আছে বলেও জানান তিনি। ভারত সম্পর্কে তাঁর বক্তব্য, "ভারতের স্বপ্ন এবং আমেরিকান স্বপ্ন একই মুদ্রার দুটি দিক।" ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর নাম না করে এরিক জানান, ভারত এমন এক দেশ, যেখানে একজন আদিবাসী শিক্ষিকা দেশের রাষ্ট্রপতি হয়েছেন।