নিজস্ব সংবাদদাতাঃ আজ ২১ আগস্ট, বুধবার দেশজুড়ে বিভিন্ন সংগঠন 'ভারত বনধ'-এর ডাক দিয়েছে। কিন্তু সারা ভারতে এর তেমন কোনও প্রভাব পড়েনি।
/anm-bengali/media/post_attachments/5aa80ed2fb2496c5c3a2be5798a187fe345495eb274118fabbd091e27b95245a.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়াও আজ আপৎকালীন পরিষেবা যেমন অ্যাম্বুল্যান্স, দমকল, হাসপাতাল, মেডিক্যাল পরিষেবা খোলা রয়েছে। এছাড়াও সরকারি অফিস, স্কুল-কলেজ নিত্যদিনের মতো খোলা আছে।
/anm-bengali/media/post_attachments/355175636f0cc002f01471d724ae36f5605668c050639e2d275a1d6653320f3c.png)