মেয়েরা কানাডায়, রাতের ঘুম উড়ে গিয়েছে বহু পরিবারের

খালিস্তান সমর্থক হরদীপ সিং নিজ্জার, যার হত্যার ফলে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
familyy.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও কানাডার (India Canada Relation) মধ্যে চলমান কূটনৈতিক সংঘাতকে ঘিরে এবার চিন্তায় পড়ে গেল পাঞ্জাবের বেশ কয়েকটি অসহায় পরিবার। বলবিন্দর সিং ও কুলদীপ সিং-এর পরিবারের একপ্রকার চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে। কারণ এই দুই পরিবারের মেয়েরা কানাডায় পড়াশোনা করছেন। অমৃতসরের বলবিন্দর সিং জানান, "আমরা উদ্বিগ্ন, কারণ আমার মেয়ে পড়াশোনা করতে কানাডায় গিয়েছে। সে চলে যাওয়ার পরে সাত মাস হয়ে গেছে। সংবাদমাধ্যমে খবর এসেছে যে দুই ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা চলছে। আমার সন্তানও সেখানে চিন্তিত, সে তার পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না।“ অন্যদিকে   কুলদীপ কৌর, যার মেয়েরা কানাডায় পড়াশোনা করে, তিনি বলেন, "আমার দুই মেয়ে কানাডায় রয়েছে এবং আমি টেনশনে আছি। তারা সেখানে পড়াশোনা করতে গেছে। উভয় দেশের সরকারকে একসাথে একটি সমাধান খুঁজে বের করতে হবে।“  এছাড়াও আরও অনেক পরিবার আছে যাদের ছেলে মেয়েরা হয় কাজের সূত্রে নয়তো পড়াশোনার জন্য কানাডায় রয়েছে। তাঁদেরও চিন্তায় চিন কাটছে।