নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাওঁ হামলার জেরে এক বড় পদক্ষেপ নিল ভারত। আজ এই পহেলগাওঁ হামলার জেরে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানি, এবং ফ্রান্স-সহ একাধিক দেশের শীর্ষ কূটনীতিকদের ডেকে পাঠাল ভারত। মূলত পহেলগাঁও হামলা এবং পাকিস্তান প্রেরিত সন্ত্রাসবাদ সম্পর্কে তাদের বিস্তারিতভাবে অবহিত করার জন্যই এই বৈঠকটি আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
এই বৈঠকে ভারত স্পষ্ট জানায় যে, এই সন্ত্রাসী হামলা আসলে দেশের নিরাপত্তা ও নিরীহ নাগরিকদের ওপর একটি পরিকল্পিত আঘাত। এরপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা ও সন্ত্রাসবাদবিরোধী নানান পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোরদারে আহ্বান জানানো হয় বৈঠকে।