নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পাটনা সফর প্রসঙ্গে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন "রাহুল গান্ধীও কাকতালীয়ভাবে আজ পাটনায় আসছেন। আমাদের দলের এই বৈঠকটি (আরজেডির জাতীয় কার্যনির্বাহী সভা) পূর্ব নির্ধারিত ছিল৷ এটা একটা কাকতালীয় ব্যাপার যে সেখানে লালু যাদব থাকবেন, তেজস্বী যাদব থাকবেন এবং রাহুল গান্ধীও থাকবেন আমাদের ভারত জোট পূর্ণ শক্তি নিয়ে বিহারে নির্বাচনে লড়বে।”