চাঁদের পর এবার সূর্য! ইসরোকে অভিনন্দন জানালো I.N.D.I.A.

ইসরোকে নিয়ে এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট।

author-image
SWETA MITRA
New Update
ISRO INDIA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ইসরোকে অভিনন্দন জানালো বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A.)। ইসরোর চন্দ্রযান ৩ মিশন এবং আসন্ন সৌর মিশন আদিত্য এল ১ নিয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছে জোট। এই জোটের তরফে এক বিবৃতি জারি করে বলে হয়েছে, 'ইসরোর পরিবারকে বর্তমান এবং অতীতে হওয়া একাধিক মিশন নিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। আমাদের দেশের গর্ব বাড়িয়েছেন আপনারা। চন্দ্রযান ৩ মিশন গোটা বিশ্বকে রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে। আবার আগামীকাল আদিত্য এল ১ উৎক্ষেপণ করা হবে। আমরা আশা করছি ভারতকে আরও শক্তিশালী করতে আপনাদের প্রয়াস অব্যাহত থাকবে।‘