নিজস্ব সংবাদদাতাঃ শনিবাসরীয় রাতে একই সঙ্গে দুটি ভিন্ন ভিন্ন খেলায় ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। একদিকে এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের। অন্যদিকে আজ হকি৫এস এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তানের হকি দল। হকি৫এস হকি খেলার এমন একটি বিভাগ যেখানে চারটি প্লেয়ার এবং একটি গোলকিপার নিয়ে খেলা হয়। ভারত সেমিফাইনালে মালেশিয়াকে ১০-৪ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। অন্যদিকে পাকিস্তান ওমানকে ৭-৩ গোলে হারিয়ে উঠেছিল ফাইনালে। এশিয়া কাপের ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে দুটি দল আগামী বছর ওমানে হতে যাওয়া হকি৫এস বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছে।
শনিবার রাতে ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় পাকিস্তান। তবে ভারতীয় কিপার সুরাজ কারকেরা অনবদ্যভাবে বলটি সেভ করে দেন। এর কিছুক্ষণ পরেই পাকিস্তান তাদের প্রথম গোলটি করে। তিন মিনিট পরে গোল আসে ভারতের তরফ থেকে। গোলটি করেন যুগরাজ সিং। পরের মিনিটেই আবার গোল করে ভারত। এরপর পাকিস্তান গোল করে সমতা ফেরায়। পাকিস্তান ৪-২ তে এগিয়ে গেলেও ভারত পরপর দুটি গোল করে নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ ড্র করতে সক্ষম হয়। এরপর খেলা যায় পেনাল্টিতে। পেনাল্টির প্রথম শটটি মিস করে পাকিস্তান। কিন্তু ভারত তাদের প্রথম শটেই গোল করে। এইভাবে কাঁটায় কাঁটায় টক্কর চলতে থাকলেও শেষ পর্যন্ত ভারত ৬-৫ গোলে জয়ী হয়।