অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যায়

এখনও বাংলার সীমান্তবর্তী বহু এলাকা কাঁটাতার বিহীন রয়েছে। কোথাও রয়েছে নদী। কোথাও আবার স্থলভাগ থাকা সত্ত্বেও নানা জটিলতার জেরে কাঁটাতার দেওয়া হয়নি। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে এই কাঁটাতারবিহীন এলাকাকে ঘিরে অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যায়।

তোপের মুখে পড়তে হল রাজ্য সরকারকে

এই কাঁটাতারবিহীন এলাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। মঙ্গলবার এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে কেন জমি অধিগ্রহণ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার।