কড়া নিরাপত্তার মাঝেই ভারত-বাংলাদেশ বর্ডারে হয়ে গেল হোলি উদযাপন

এদিন নাচে-গানে, আবির মেখে হোলি উদযাপন করেন বিএসএফ সদস্যরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জুড়ে রয়েছে অশান্তির বাতাবরণ। তবে তার মধ্যেও চলছে আনন্দ উৎসব। ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বর্ডার ফাঁড়িতে (বিওপি) মোতায়েন বিএসএফ সদস্যরা এদিন নাচে-গানে, আবির মেখে হোলি উদযাপন করলেন।

holisfhsgs.jpg

এদিন এই প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা বলেন, “এখানে সমস্ত কর্মী দেশের নিরাপত্তার সাথে জড়িত। আমি তাদের এবং তাদের পরিবারকে আমার শুভেচ্ছা জানাই। আমি জানি তাদের পরিবারগুলি হাজার মাইল দূরে, কিন্তু পুরো দেশ তাদের সাথে আছে”।