নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জুড়ে রয়েছে অশান্তির বাতাবরণ। তবে তার মধ্যেও চলছে আনন্দ উৎসব। ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বর্ডার ফাঁড়িতে (বিওপি) মোতায়েন বিএসএফ সদস্যরা এদিন নাচে-গানে, আবির মেখে হোলি উদযাপন করলেন।
/anm-bengali/media/media_files/YbqPumpYMw9GgL3OYZC2.jpg)
এদিন এই প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা বলেন, “এখানে সমস্ত কর্মী দেশের নিরাপত্তার সাথে জড়িত। আমি তাদের এবং তাদের পরিবারকে আমার শুভেচ্ছা জানাই। আমি জানি তাদের পরিবারগুলি হাজার মাইল দূরে, কিন্তু পুরো দেশ তাদের সাথে আছে”।