নিজস্ব সংবাদদাতা: বিশ্ব আবহাওয়া সংস্থার তৃতীয় ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিশ্ব আবহাওয়া সংস্থার তৃতীয় ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। বিশ্ব আবহাওয়া সংস্থার তরফে এই বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, মৃত্যুঞ্জয় মহাপাত্র ছাড়াও আরও দুই ব্যক্তিকে বিশ্ব আবহাওয়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত করা হয়েছে। তারা হলেন আয়ারল্যান্ডের মেট ইরিয়ানের ডিরেক্টর ইয়ন মোরান এবং কোট ডি আইভরির আবহাওয়া বিজ্ঞানের পরিচালক দাউদা কোনাতে। ওড়িশার মহাপাত্র ভারতের সাইক্লোন ম্যান হিসেবে পরিচিত। তিনি ২০১৯ সাল থেকে দেশের সর্বোচ্চ আবহাওয়া অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।