নিজস্ব সংবাদদাতা: সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আজ ফের উত্তাল সংসদ-এর উভয় কক্ষ। প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর তুলছেন বিরোধীরা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।
এদিন তিনি বলেন, “কেন্দ্রে যদি অন্য কোনও দল ক্ষমতায় থাকত, তবে বিজেপি এই ইস্যুতে পুরো দিল্লি বন্ধ করে দিত৷ বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত৷ কারা এই অভিযুক্তদের সংসদে ঢুকতে দিয়েছে? কার স্বাক্ষর পাওয়া গিয়েছে? সব জেনেও কেন্দ্র চুপ রয়েছে। জাতীয় নিরাপত্তার এই ইস্যুতে কোনো রাজনীতি করা উচিত নয় বলেই আমি মনে করি। প্রধানমন্ত্রীর উচিত সংসদে এই বিষয়ে কথা বলা”।