নিজস্ব সংবাদদাতা: ভিভিপ্যাট নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, লোকসভার ভোটে ভিভিপ্যাটের সমস্যা গুলি আগে ঠিক করতে হবে। তার জন্যে সমস্যার কথা জানাতে হবে মুখ্য নির্বাচন কমিশনকে। এবার সেই পথেই হাঁটল কংগ্রেস।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গত ৩০ ডিসেম্বর ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠান। যাতে VVPAT-এর সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা তাঁর সাথে সাক্ষাৎ করার সময় চান।
সেই চিঠিতে জয়রাম রমেশ লেখেন, “ইন্ডিয়া জোটের নেতাদের একটি ৩-৪ সদস্যের দল আপনার এবং আপনার সহকর্মীদের সাথে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছে। VVPATs সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সামনে রাখার জন্য কয়েক মিনিট আমাদের সাথে কথা বলুন। অবশ্যই, এটি একটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং বৈধ অনুরোধ”।