নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে ক্রমশ সঙ্ঘবদ্ধ হচ্ছে অবিজেপি জোট ‘ইন্ডিয়া’। জোটের নাম স্থির করার পর এবার স্থির হতে চলেছে ‘ইন্ডিয়া’ (INDIA)-র লোগো। ইতিমধ্যে কংগ্রেসের তরফে জোটের একটি নমুনা লোগো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের নামে যেমন জোটের নাম করা হয়েছে, তেমনই লোগো করা হয়েছে জাতীয় পতাকার রঙে। কেবল তেরঙার সাদার বদলে নেওয়া হয়েছে অশোক চক্রের রং, নীল। যদিও এটিই মুম্বইয়ে জোটের আসন্ন বৈঠকে ইন্ডিয়া-র লোগো হিসাবে প্রকাশ করা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এটি সম্ভাব্য লোগো বলে কংগ্রেস সূত্রে খবর। এছাড়া কংগ্রেসের তরফে ‘ইন্ডিয়া’-র নামে আরেকটি বিশেষ লোগো সম্বলিত টুইট করা হয়েছে। সেটিও জোটের লোগো হতে পারে।
সূত্রে খবর, ইন্ডিয়া জোটের মোটো ৯টি লোগো করা হয়েছিল। যার মধ্যে ৩টি নির্বাচিত করা হয়েছে। সেই ৩টি মধ্যে থেকে একটি স্থির করা হবে। সংখ্যাগরিষ্ঠের ভোট যেটির উপর পড়বে, সেটিই জোটের লোগো হিসাবে ঘোষণা করা হবে।