নিজস্ব সংবাদদাতা: জেডিইউ রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা এদিন বলেন, “বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা আমাদের পুরানো দাবি, জনসাধারণের দেওয়া ম্যান্ডেট এনডিএ-র পক্ষে। যারা ১৭ মাস ধরে এই ইস্যুটি নিয়ে কথা বলছিলেন তাদের জন্য এটি একটি থাপ্পড়ের মত কাজ করলো। তারা এও বলছেন যে আমাদের দল ভেঙে যাবে এবং শেষ হয়ে যাবে। রাজ্যে নীতীশ কুমারের সরকার চলছে এবং গতকাল এনডিএ প্রধানমন্ত্রী মোদিকে তার নেতা হিসেবে বেছে নিয়েছে। তাই তাঁদের সেই আশাতেও জল ঢেলে দিয়েছে এনডিএ”।