বিপদ বাড়ছে বিজেপির! এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের

বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বিজেপির।

author-image
Tamalika Chakraborty
New Update
ncp leaderrr

নিজস্ব সংবাদদাতা:  এনসিপি (এসপি) পুনের সভাপতি প্রশান্ত সুদামরাও জগতাপ বলেছেন, "আজকের বৈঠকে (এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে) আমরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কেলেঙ্কারির বিষয়ে ইন্ডিয়া জোট  সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । বিজেপির নেতৃত্বাধীন জোটের মহারাষ্ট্রে জয় এসেছে।  মহারাষ্ট্রে  ইন্ডিয়া জোটের সব দল আদালতে যাবে। আমাদের সুপ্রিম কোর্টে বিশ্বাস আছে এবং আমরা আশা করি যে এসসি করবে আমাদের পক্ষে এবং কেলেঙ্কারির বিরুদ্ধে আদেশ দিন।"

h