NEET কাণ্ডে এবার জড়িয়ে পড়ল ইন্ডিয়া জোট, জুড়লো নেতার নাম

'এই বিষয়টিকে দুর্নীতির মূল মাথা থেকে সরিয়ে নিতে চায়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india alliance.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: NEET ইস্যুতে, RJD নেতা তেজস্বী যাদব এদিন বলেন, “ইন্ডিয়া জোট এই ইস্যুতে ঐক্যবদ্ধ। আমরা চাই NEET পরীক্ষা অবিলম্বে বাতিল হোক। BJP সমস্ত তদন্ত সংস্থাকে কিনে রেখেছে, তারা PS বা PA কে ফোন করতে পারে তদন্তের জন্য। তারা এই বিষয়টিকে দুর্নীতির মূল মাথা থেকে সরিয়ে নিতে চায়। যারা আমার নাম বা আমার পিএ-র নাম টেনে আনতে চায়, এতে কারোর কোনো লাভ হবে না। যে ইঞ্জিনিয়ারের কথা বলা হচ্ছে তিনি সুবিধাভোগী হতে পারেন কিন্তু অমিত আনন্দ এবং নীতীশ কুমার পেপার ফাঁসের মূল হোতা। দেশের মানুষ জানে যে যখনই বিজেপি ক্ষমতায় আসে, তখনই পেপার ফাঁস হয়”।

NEET 2022: জেনে নিন রসায়ন বিভাগের সিলেবাস

tejaswiiyadav.jpgw5

Add 1