নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। একই সাথে তাঁর দলের নেতারাও চেয়েছিলেন তাঁদের দলের নেত্রীই হয়ে উঠুন ইন্ডিয়া জোটের অভিভাবিকা। আর তৃণমূলের পক্ষ থেকে এই মত সামনে আসতেই রাজনীতিতে উঠেছে নতুন ঝড়। আর এই বিষয়কে হাতিয়ার করতে প্রস্তুত বিজেপিও।
মমতা বন্দ্যোপাধ্যায় 'ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে ইচ্ছুক'-এদিন এই প্রসঙ্গে এসপি নেতা উদয়বীর সিং বলেন, “তিনি একজন সিনিয়র নেতা, তাঁর অনেক অভিজ্ঞতা আছে। তিনি সক্ষম। তাঁর সঙ্গে আমাদের দলের সম্পর্ক ভালো এবং তার নেতৃত্বে আমাদের আস্থা আছে। ইন্ডিয়া ব্লকের নেতাদের একসাথে সিদ্ধান্ত নিতে হবে কি করা দরকার। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা অবশ্যই সমর্থন করব”।