নিজস্ব সংবাদদাতাঃ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে মণিপুর সফরে রয়েছে বিরোধীদের সম্মিলিত জোট 'INDIA'। 'INDIA'-র প্রতিনিধিদলে রয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এদিন মণিপুরের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "আমরা মোট ৪টি ত্রাণ শিবির পরিদর্শন করেছি, যার মধ্যে ২টি চুড়াচাঁদপুরে, ১টি ইম্ফলে এবং ১টি মৈরাংয়ে। সবাই শান্তি চায়, সবাই চায় নিজের জীবন গড়তে। আমরা আমাদের দ্বিতীয় দলের সঙ্গে দেখা করব এবং আমাদের অভিজ্ঞতা ভাগ করব এবং আগামীকাল আমরা গভর্নরের সঙ্গে দেখা করব। আমরা মণিপুরে এসেছি জনগণের প্রত্যাশা বোঝার জন্য এবং আমরা সংসদে তা প্রতিফলিত করব।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি সংসদে এই বিষয়ে আলোচনা হওয়া উচিত এবং আমি মনে করি খুব বেশি বিলম্ব হয়েছে। সরকারকে একটি রোডম্যাপ দিতে হবে এবং আমরা সবাই সরকারের পরিকল্পনা শুনতে চাই এবং আমাদের পরামর্শ দিতে চাই।"
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, "INDIA- জোটই একমাত্র প্রতিনিধি দল যারা ক্রমাগত মণিপুর সফর করছে। আমরা সবসময় বলে এসেছি, প্রধানমন্ত্রী যদি সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চান, তাহলে আমরা এর অংশ হতে পেরে খুশি হব। শেষ পর্যন্ত আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে সংলাপ করবে এবং আমরা চাই তাদের উদ্বেগগুলো সংসদে উপস্থাপন করা হোক।"