আর কিছু করার নেই, ইন্ডিয়া জোট ‘ফ্লপ’ হয়ে গেছে

'আমি উত্তরপ্রদেশে বিরোধীদের জয়ী হতে দেখছি না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india alliance.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: RLD জাতীয় সভাপতি জয়ন্ত চৌধুরী এদিন বলেন, “সত্য হল যে আমি উত্তরপ্রদেশে বিরোধীদের জয়ী হতে দেখছি না। ইন্ডিয়া জোট আসলেই ফ্লপ হয়ে যাচ্ছে। তাদের অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, তারা লড়াই করছে রাজ্যে নিজেদের মধ্যে। আর দিল্লিতে বন্ধুত্ব করছে। তাই যারা নির্বাচনের আগে এই ভাবে একে অপরের বিরুদ্ধে লড়ছে, তাঁদের নির্বাচনের পর অস্তিত্ব কী হবে তা সহজেই বোঝা যাচ্ছে”।

jayanta choudhury.JPG

kejriwal in india 1.jpg

Add 1