নিজস্ব সংবাদদাতা: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর যেন কিছুটা শক্তি হারিয়ে ফেলেছে ইন্ডিয়া জোট। জোটের মধ্যেই দেখা গিয়েছে মতবিরোধ। যে বিষয়টিকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিজেপি। তবে এই মতবিরোধকে মাথাচাড়া দিতে চায় না ইন্ডিয়া জোট। কেননা কথায় বলে, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষায় নিতে চায় কংগ্রেস। তাই বৈঠকের দিন ঘোষণা হলেও, সেই দিন বদলেছে তারা।
এই সংক্রান্ত বিষয়ে এদিন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “নির্বাচনের ফলাফলের পরপরই বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠক ডাকার বিষয়ে আলোচনা আগেও চলছিল। যেহেতু জোটের মুখ্যমন্ত্রীরা অনেকেই থাকতে পারছেন না, তাই দিন পরিবর্তন করা হয়েছে। অন্য সব কিছু বাদ দিয়ে দিল্লিতে এসে তারা মিটিংয়ে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছে। তবে কোনো ধরনের সমস্যা নেই। আমরা পরবর্তী দিনেই সকলে মিলিত হব। সেই বৈঠকেই লোকসভা ভোটের কৌশল নিয়ে আলোচনা করবে ইন্ডিয়া জোট”।