নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের মাতোশ্রীতে দলীয় প্রধান উদ্ধব ঠাকরের সাথে টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ও'ব্রায়েনের বৈঠক হয়েছে। এই বিষয়ে এবার বার্তা দিলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।
তিনি বলেছেন, "টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ও'ব্রায়েন মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সাথে দেখা করেছিলেন। দীর্ঘ আলাপ হলো। অনেক সমস্যা ছিল। অনেক নেতা আজ উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন। নরেন্দ্র মোদি ও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা এখনও সরকার করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি এটা ভালো সরকার হবে না। এটা দেশের জন্য ক্ষতিকর হবে। আমরা দেশের জন্য কি করতে পারি তা নিয়ে ভাবছি”।
তবে সঞ্জয় রাউতের এই বক্তব্যের পরেই অনেকের মনে নতুন করে প্রশ্ন উঠছে। কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকের পরেও তৃণমূলের ভিন্ন দলের সঙ্গে আলাদা বৈঠক, তবে কি ইন্ডিয়া জোটে ঘোরার পথে খেলা? তবে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ থাকার বার্তাই দিয়েছে এখনও পর্যন্ত।
INDIA Alliance