নিজস্ব সংবাদদাতা: আগামী ১০ বছরের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আর তার আগে সেই ১০ বছরের হিসাব তুলে ধরলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগামীর ভারতকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন, এদিন সেটাই বলেন সিন্ধিয়া।
এদিন মন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে মাত্র ৬টি বিমানবন্দর ছিল, এখন সেই রাজ্যে বিমানবন্দরের সংখ্যা হয়েছে ৯টি। আগামীকাল সেখানেই দশম বিমানবন্দর উদ্বোধন করা হচ্ছে। আগামী বছরের মধ্যে, ইউপি-তে আরও ৯টি বিমানবন্দর থাকবে যার সংখ্যা ১৯-এ পৌঁছে যাবে। দুই মাস পরে, পাঁচটি বিমানবন্দর - আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, শ্রাবস্তী এবং চিত্রকূটে উদ্বোধন করা হবে। গত ৯ বছরে আমরা দেশে ৭৫টি নতুন বিমানবন্দর তৈরি করে দেশজুড়ে বিমানবন্দরের সংখ্যা বাড়িয়ে করেছি ১৪৯। আমাদের লক্ষ্য হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশে মোট বিমানবন্দরের সংখ্যা ২০০-ওই পৌঁছে দেওয়া”। মোদি সঙ্গে থাকলে এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।