নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সার্জিক্যাল স্ট্রাইক করার আবেদন জানানো হল এক মৃত ব্যক্তির পরিবাবের পক্ষ থেকে। সম্প্রতি পহেলগাঁও হামলায় প্রাণ হারানো জয়পুরের নীরেশ উদ্বানির কাকা,আজ এই বিষয়ে বলেন যে, "মোদিজির আগেও ভারতে সন্ত্রাসবাদি হামলার ঘটনা ঘটেছে, তখন কোনও সনাতন ধর্মের প্রসঙ্গ ছিল না। তাই এই হামলার সঙ্গেও এটি যুক্ত করা ঠিক নয়।"
/anm-bengali/media/media_files/2025/04/23/oxE1kym76WvWNzJXrsZR.jpg)
এরপর তিনি আরও বলেন,''সন্ত্রাসের কোনও ধর্ম নেই। রাজনীতিতে সবসময় শুধু বিরোধিতা করা উচিৎ নয়, সকলের উচিৎ মোদিজির সঙ্গে মিলিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করা। এই ঘটনায় পাকিস্তানের জড়িয়ে থাকার কোনও প্রমাণ পেলে, ভারতের উচিৎ সার্জিক্যাল স্ট্রাইক করা।"