নিজস্ব সংবাদদাতা: এবার দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত ট্রেন। তুঘলকাবাদ-ওখলার মধ্যে তাজ এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগেছে। সব যাত্রী নিরাপদে আছেন। উত্তর রেলওয়ের সিপিআরও এই হামলার বিষয়ে জানিয়েছেন। India