নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের আগে এবার ভার্চুয়ালি বৈঠক করল ইন্ডিয়া জোট (INDIA Alliance)।এদিকে ইন্ডিয়া জোটকে ভার্চুয়াল জোট বলে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। দিল্লিতে বিজেপির সদর দফতরে 'নমো নবমাতদাতা' অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "আজ যখন আমি আইএনডিআই জোটের বৈঠকের কথা শুনলাম, তখন আমি জিজ্ঞেস করলাম কোথায় বৈঠক হচ্ছে এবং জানতে পারলাম যে এটি একটি ভার্চুয়াল মিটিং। একটি ভার্চুয়াল জোট শুধুমাত্র একটি ভার্চুয়াল মিটিং করবে। তারা এর চেয়ে বেশি কিছু করতে পারে না। প্রধানমন্ত্রী মোদীর এজেন্ডা হল বিকসিত ভারত, যুব ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন... কিন্তু তাদের (বিরোধীদের) এজেন্ডা কী? সেটা হল 'মোদী হটাও'। আইএনডিআই জোটের মাত্র দুটি এজেন্ডা রয়েছে- 'পরিবার বাঁচাও এবং সম্পত্তি বাঁচাও'।"