নিজস্ব সংবাদদাতাঃ পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তৃতার অংশ মুছে ফেলার বিষয় নিয়ে মুখ খুললেন।
"এটা হিটলার-শাহী, একনায়কত্ব। এটা ঠিক নয়। রাহুল গান্ধী বসুধৈব কুটুম্বকম বলছিলেন, যা ভগবান শিবের চিন্তা। তিনি বলেছেন অতঃ দীপো ভব- এর কথা যেটা গৌতম বুদ্ধের চিন্তাধারার কথা বলে। তিনি বলেন, সনাতনী মতাদর্শ হলো অন্যের চিন্তাকে সম্মান করা ও রক্ষা করা।
অন্যদিকে বিজেপি ও আরএসএস ঘৃণার কথা বলে। তিনি মানুষের কণ্ঠস্বরকে সামনে রেখেছিলেন। মতভেদ থাকতে পারে, কিন্তু মানভেদ নয়।"