নিজস্ব সংবাদদাতাঃ ভারতে ক্রমশ বৃদ্ধি পেয়েছে এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা। গণ্ডার সংরক্ষণের এটি একটি সুখবর। ভারত ও নেপালে ১৯০০ দশকে ১০০ টিরও কম গণ্ডার ছিল। কিন্তু বর্তমানে তার সংখ্যা বেড়েছে প্রায় ৪০১৪ -এর বেশি। ২০১১ সাল থেকে ২২ সেপ্টেম্বর '' বিশ্ব গণ্ডার দিবস'' পালন করা হয়।