কর ফাঁকির অভিযোগ, একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হাজির আয়কর আধিকারিকরা

বেঙ্গালুরুতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হানা আয়কর আধিকারিকদের।

author-image
Aniruddha Chakraborty
New Update
income tax odduce esit .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, কর ফাঁকির অভিযোগে আয়কর আধিকারিকরা শহরের আটটি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিলেন। আজ ভোর থেকে অভিযান শুরু হয়।

কর্মকর্তারা কালাসিপাল্যের এসজে পার্ক এবং জয়নগরের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিলেন। আয়কর আধিকারিকদের একটি দল ১২টি গাড়িতে এসে জেসি রোডের জৈন হাইটসে ২০টিরও বেশি সংস্থায় অভিযান চালায়।

ad11rain

অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ভামসির অফিস ও জয়নগর ৮ নম্বর ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কর আধিকারিকরা।

aad

ভামসি একজন রাস্তার ঠিকাদার এবং তার স্ত্রী একজন চিকিৎসক। সড়কের চুক্তিতে কর ফাঁকির অভিযোগে এই অভিযান চালানো হয়।

aad