রাম মন্দির উদ্বোধন: 'রাজনীতি' নাকি 'ধর্মনীতি'- স্পষ্ট করলেন পুরোহিত

কি বললেন পুরোহিত?

author-image
Aniket
New Update
s

 

 

নিজস্ব সংবাদদাতা: বিরোধীদের বিজেপির বিরুদ্ধে তোলা ভগবান রামের রাজনৈতিক ব্যবহার সম্পর্কে এবার মন্তব্য করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত, আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেছেন, "বিশ্বে 'রাজনীতি' এবং 'ধর্মনীতি' রয়েছে। তারা (বিজেপি) ভগবান রামকে নিজেদের বানিয়েছে, এবং আজ তাদের রামের আশীর্বাদ রয়েছে। এটা 'রাজনীতি' নয়, 'ধর্মনীতি'।"