নিজস্ব সংবাদদাতা: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে অযোধ্যা রাম মন্দিরের। এবার রাম মন্দির উদ্বোধনের দিন মৌনতা ভাঙার সিদ্ধান্ত নিলেন 'মৌনি মাতা'। ৩০ বছরের নীরবতা ভাঙবেন মৌনি মাতা' সরস্বতী দেবী। ৮৫ বছর বয়সী 'মৌনি মাতা' প্রথমদিকে দিনে এক ঘন্টা কথা বলতেন কিন্তু ১৯৯২ সালে কর সেবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে তিনি সম্পূর্ণ মৌন থাকার সিদ্ধান্ত নেন। তার ছেলে হরি রাম আগরওয়াল জানিয়েছেন, রাম মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত নিত্য গোপাল দাসের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। সেই সূত্রে, তাকে অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী প্রতিটি হিন্দু তীর্থস্থান পরিদর্শন করেছেন। ভ্রমণের সময় তার চিন্তাভাবনা এবং প্রয়োজনীয়তাগুলি মানুষকে জানাতে নোটবুক ব্যবহার করতেন তিনি।