নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে মঙ্গলবারই নির্বাচনী বন্ড সংক্রান্ত সকল তথ্য জমা দিয়েছিলো এসবিআই (SBI)। সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন। কমিশন জানিয়েছিল যে শুক্রবার এই তালিকা প্রকাশ করবে তারা।
কিন্তু, নির্দিষ্ট দিনের আগেই তারা এই তালিকা প্রকাশ করে।
কত তারিখে কোন সংস্থা কোন দল কত টাকার বন্ড কিনেছিল সেই সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে প্রকাশ্যে এসেছে। তালিকায় বিজেপি, কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, তৃণমূল, শিরোমণি আকালি দল, বিআরএসের মতো দলগুলির নাম রয়েছে।
জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২২ হাজার ২১৭টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে ২২ হাজার ৩০টি।
৩৩৭ টি পাতায় রয়েছে দাতা সংস্থার তালিকা। আর প্রাপক দলগুলির নামের তথ্য ৪২৬ পাতার।