তাজের রোমান্টিকতায় ভিজতে পর্যটকদের ঢল

বছর শেষের দিনগুলোতে তাজে পর্যটকদের ভিড় জমেছে। দেশের বিভিন্ন কোনা থেকে পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা পাওয়া গিয়েছে। পাশাপাশি তাজমহলে নিরাপত্তা কঠোর করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
taj 9.jpg

নিজস্ব সংবাদাতা: বছর যত শেষের সঙ্গে সঙ্গে পর্যটকদের গন্তব্য এসে তাজমহলেই মিশছে।  
তাজের রোমান্টিকতায় ভিজতে পর্যটকদের ব্যাপক জনসমাগম হয়েছে।

taj 1.jpg

taj 2.jpg

taj 3.jpg

ANM নিউজের ক্যামেরায় সারাদেশের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরা ধরা পড়েছেন।  তাজকে আরও কাছ থেকে দেখার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি করতে করে দেখা গিয়েছে।

taj 4.jpg

taj 5.jpg

taj 6.jpg

তার সঙ্গে ছিল আগ্রা পুলিশের কড়া নজরদারি।  আগ্রায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শত শত পুলিশ কর্মীকে রাস্তার পাশে নজরদারি করতে দেখা যায়।  বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ করার জন্য ব্যারিকেড করা হয়েছিল। আগ্রার পুলিশ কমিশনার ডঃ প্রীতেন্দর সিং নিজে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

taj 7.jpg

taj 8.jpg

taj 10.jpg

 কারণ প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় যে ৪০,০০০ মানুষ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঐতিহাসিক সমাধি সৌধে গিয়েছিলেন।