নিজস্ব সংবাদদাতা: এবার ৭৫ বছর উদযাপনে দেশের অন্যতম বৃহৎ রেল ইঞ্জিন কারখানা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের (Chittaranjan Locomotive Works) এই ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে অতীতের সব রেকর্ড ভেঙে উৎপাদনে বিরাট রেকর্ড গড়ল এই রেল ইঞ্জিন কারখানা।
চলতি আর্থিক বছরে ৫৮১টি রেল ইঞ্জিন বানাতে সক্ষম হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। যা আজ পর্যন্ত সর্বকালীন সেরা উৎপাদন । যদিও আর্থিক বছর শেষ হতে আরও বেশ কয়েকদিন বাকি। সেক্ষেত্রে, এই উৎপাদনের সংখ্যা ৬০০ পেরিয়ে যাবে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
উল্লেখ্য, বছরের পর বছর উৎপাদনে রেকর্ড গড়েছে চিত্তরঞ্জনের এই রেল ইঞ্জিন কারখানা। উৎপাদনে লিমকা বুক অফ রেকর্ডেও নাম তুলেছে তারা। তবে এবছর অতীতের উৎপাদনের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কারখানা । কারখানার জনসংযোগ বিভাগ জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ৫৮১তম ইঞ্জিন বানিয়েছে । সেই ইঞ্জিন জাতীর সেবার জন্য প্রেরণ করা হয়েছে ।