নিজস্ব সংবাদদাতাঃ 'মন কি বাত'-এর ১১৩তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, "এই বছর লালকেল্লা থেকে আমি এক লক্ষ যুবককে অনুরোধ করেছিযারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাতারা যেন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। আমার এই পয়েন্টটি দারুণ সাড়া ফেলেছে।
এভাবে আমরা জানতে পারছি যে, আমাদের তরুণদের একটা বড় অংশ রাজনীতিতে আসার জন্য অধীর আগ্রহে প্রস্তুত। তারা যা খুঁজছে তা হ'ল সঠিক সুযোগ এবং উপযুক্ত দিকনির্দেশনা। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের কাছ থেকেও আমি চিঠি পেয়েছি।
সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ আমাকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন। কিছু যুবক তাদের চিঠিতে লিখেছে যে এটি তাদের পক্ষে সত্যিই অকল্পনীয়। তাঁদের দাদা বা বাবা-মায়ের রাজনৈতিক উত্তরাধিকার না থাকায় তাঁরা চাইলেও রাজনীতিতে আসতে পারেননি।”