নিজস্ব সংবাদদাতা: মণিপুরের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন সন্দেহভাজন কুকি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। আসামের সীমান্তবর্তী জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় কয়েকজন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সেনাও আহত হয়েছে বলে সূত্রের খবর।
সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি থানায় দুই দিক থেকে ব্যাপক আক্রমণ শুরু করে। এরপরেই কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। থানার পাশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের জন্য একটি ত্রাণ শিবিরও রয়েছে। হামলাকারীরা শিবিরটিকেও লক্ষ্যবস্তু করতে চেয়েছিল বলে জানা গিয়েছে। জিরিবামের বোরোবেকরার এই পুলিশ স্টেশনটিকে সাম্প্রতিক সময়ে বিদ্রোহীরা বেশ কয়েকবার নিশানা করেছিল।
মণিপুরে সিআরপিএফের সাথে এনকাউন্টারে ১১ সন্দেহভাজন কুকি বিদ্রোহীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ স্টেশনে আক্রমণ করার পরে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা থানা থেকে এক কিলোমিটার দূরে জাকুরাডোর করোং-এ একটি ছোট বসতির দিকে ছড়িয়ে পড়ে এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।