Mahakumbh Viral: মহাকুম্ভের ভিড়ে ঠগ সাধু! খুঁজে পেয়ে বেধড়ক মারল সাধুরাই

দেখুন ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
kumbhthag

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ঋষি, সাধু এবং ভক্তরা জড়ো হচ্ছেন। বিশ্বাসের এই উত্সবটি কেবল শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রে পরিণত হয়নি, এখানে অনন্য অভিজ্ঞতা এবং ঘটনাগুলিও মানুষকে আকৃষ্ট করছে। 

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা সবার নজর কেড়েছে। মহাকুম্ভে, সাধুরা একজন ঠগ ও প্রতারক সাধুকে ধরে ফেলেছে হাতেনাতে। এরপরই তারা তাকে মারতে থাকে। বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। এই ধরনের প্রতারকদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।