নিজস্ব সংবাদদাতা: বাংলায় কোনও দলের সঙ্গে আসন সমঝোতা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে ইন্ডিয়া জোটেই আছেন, তা বারংবার জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়ার আগে আজ রাঁচির র্যালি গ্রাউন্ডে মেগা অনুষ্ঠান রয়েছে ইন্ডিয়া জোটের। সেই উপলক্ষে ইন্ডিয়া জোট নেতাদের পোস্টার রাঁচির র্যালি গ্রাউন্ডে মেগা অনুষ্ঠানের আগে লাগানো হয়েছে।
এবার সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারও। বাংলায় কংগ্রেসের তরফে বারংবার দাবি করা হয়েছে, ইন্ডিয়া জোটকে ধোঁকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডিয়া জোটের উচ্চ নেতৃত্বরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রাখছেন তা আজকের পোস্টার স্পষ্ট করে দিচ্ছে।
উল্লেখ্য, এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পোস্টারও রয়েছে। তবে সেই পোস্টারে জেলের ভেতর রয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পোস্টারেও তাকে জেলের ভেতর রাখা হয়েছে।
এছাড়াও পোস্টার রয়েছে, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, পার্টির সাংসদ রাহুল গান্ধী, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন সহ একাধিক নেতা ও নেত্রীদের। ইন্ডিয়া জোটের আজকের সমাবেশ নিয়ে চর্চা শুরু হয়েছে।
. . . . . . .. . . . . . . . . . . . . . . . .. .. . . . . . . .. . . . . ... . . . . . . . . . . . . . . . . . . . . . . .... . . .. . . .. .. ... ... . .. ...... ... . . . . . . ... . . . . . . . . . . . . .