নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের আজমগড়ে এক জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সিএএ-র আওতায় শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এরা সবাই দীর্ঘদিন ধরে আমাদের দেশে বসবাস করছেন, এঁরা সেই মানুষ, যাঁদের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ায় ভুগতে হচ্ছে। যাঁরা মহাত্মা গান্ধীর নামে ক্ষমতায় যান কিন্তু তিনি কী বলতেন মনে নেই। কংগ্রেস কখনই এই লোকদের সম্পর্কে চিন্তা করেনি, কারণ তারা কংগ্রেসের ভোট ব্যাংক ছিল না।”