নিজস্ব সংবাদদাতাঃ গত ১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদের ব্যাস কা তেহখানায় পুজো দিলেন এক পুরোহিত।
বারাণসী জেলা আদালত হিন্দু সম্প্রদায়কে জ্ঞানবাপী মসজিদে পুজো দেওয়ার অনুমতি দিয়েছে। তাছাড়া এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। ব্যাস কা তেহখানা বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে অবস্থিত একটি মন্দির।
বারাণসী জেলা আদালতের নির্দেশে ২৪ জানুয়ারি এএসআই বৈজ্ঞানিক সমীক্ষা রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ নির্মাণের আগে ওই স্থানে একটি বড় হিন্দু মন্দির ছিল।