উদ্ধব ঠাকরের দল ভুয়ো শিবসেনা! বিস্ফোরক প্রধানমন্ত্রী
মহারাষ্ট্রের বিডে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "জাতীয়তাবাদী শক্তির কেউই কংগ্রেসের সঙ্গে নেই৷ ভুয়ো শিবসেনা কংগ্রেসের সঙ্গে রয়েছে।"
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের বিডে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "জাতীয়তাবাদী শক্তির কেউই কংগ্রেসের সঙ্গে নেই৷ বিজেপির সঙ্গে শিবসেনা রয়েছে। ভুয়ো শিবসেনা কংগ্রেসের সঙ্গে রয়েছে।"
#WATCH | In his address to a public meeting in Maharashtra's Beed, Prime Minister Narendra Modi says, "None of the nationalist forces are with Congress. The original Nationalist Congress Party is with the BJP and the original 'nationalist' Shivsena of Balasaheb Thackeray is with… pic.twitter.com/GB2KEUwTFX