আগামী ১২-১৮ ঘন্টা আরও ভারী বৃষ্টি, জানিয়ে দিল IMD

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারত।

author-image
SWETA MITRA
New Update
HEAVY RAINN.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘মিগজাউম’ (Cyclone Michaung) নিয়ে এবার বড় দাবি করল আইএমডি।  আইএমডি- ডিরেক্টর জেনারেল ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "গতকাল বিকেলে আঘাত হানার পর এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে শুরু করেছে। আজ নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়েছে। এটি শীঘ্রই আরও দুর্বল হবে। যদিও বৃষ্টিপাত আরও ১২-১৮ ঘন্টা অব্যাহত থাকবে। ছত্তিশগড়, ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মতো কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখন পুরোপুরি পরিষ্কার, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুও পরিষ্কার। এই জায়গাগুলিতে ঘূর্ণিঝড়ের কারণে এখন কোনও ভারী বৃষ্টিপাত হবে না।“