দু’টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি

উত্তর-পশ্চিম ভারতে দু’টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে৷ আগামী পাঁচ দিন ধরে এই ঝড়বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে৷ কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও বিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ (প্রতীকী ছবি)

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি

আর পাশাপাশি বলা হয়েছে দিল্লি, ঝাড়খণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও সিকিমে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ বিহারের কিছু অংশ, পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশ, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের কিছু অংশ ও সিকিমের কিছু অংশে স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম তাপমাত্রা থাকবে৷