তুষারপাত! বৃষ্টিপাত! ফের ঘনিয়ে আসছে দুর্যোগ

সিকিমের স্মৃতি এখনও দগদগে। এরই মাঝে দুর্যোগের খবর।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ফের দুর্যোগের সংকেত! বৃষ্টির ভ্রুকুটি! আবহাওয়া কেমন থাকবে? আইএমডি বিজ্ঞানী সোমা সেন বলেছেন, "উত্তর-পশ্চিম ভারতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো অঞ্চলে হালকা বজ্রঝড়ের কার্যকলাপ বিরাজ করতে পারে। পার্বত্য অঞ্চলে, তুষারপাত হতে পারে  এবং নীচের দিকে বৃষ্টিপাত। দিল্লিতে, সকাল থেকে মেঘলা তাই সন্ধ্যায় হালকা বজ্রঝড়ের কার্যকলাপ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিছুটা মেঘলা থাকবে এবং দিনে আকাশ পরিষ্কার হবে কালকের পরদিন।"

 

 

hiring.jpg