নিজস্ব সংবাদদাতা:আইএমডি বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় বলেছেন, "উত্তর ভারতে তাপমাত্রা এক বা দুই ডিগ্রি কমতে পারে, তবে উল্লেখযোগ্যভাবে নয়...সকাল থেকে, উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে...উত্তর-পশ্চিম হিমালয়ে 8 থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে... আজ রাতে এবং আগামীকাল প্রদেশ, অরথমুন প্রদেশে কিছু কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে... দিল্লির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে"।