চরম তাপমাত্রা, ৫ রাজ্যে জারি রেড অ্যালার্ট! কবে বর্ষা? সামনে বড় আপডেট

আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডির বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার।

author-image
Aniruddha Chakraborty
New Update
photo-conceptual-image-city-heat-wave-reflects-global-warming-impact-vertical-mobile-wallpaper_896558-52777-ezgif.com-avif-to-jpg-converter.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আইএমডির বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার বলেন, "গতকাল চরম তাপমাত্রা ছিল। তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে অনেক রাজ্যে। আজও এই চরম তাপমাত্রা অব্যাহত থাকবে। আমরা পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে রেড অ্যালার্ট জারি করেছি। এরপর ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আগামীকাল থেকে তাপপ্রবাহের তীব্রতা কমবে। আগামী ৪ দিনে তাপমাত্রা কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে পশ্চিম হিমালয় অঞ্চলে। আগামী ২৪ ঘণ্টায় কেরলে বর্ষার আগমন হতে পারে।" 

।,মন

Add 1