মাত্র ২৪ ঘণ্টা, ধেয়ে আসছে ভয়ানক বৃষ্টি, জানিয়ে দিল IMD

আইএমডি-র বিজ্ঞানী ডঃ নরেশ কুমার বলেন, "বর্তমানে বর্ষা সক্রিয় পর্যায়ে রয়েছে। সুতরাং এর প্রভাবে ইতিমধ্যে গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে।"

author-image
SWETA MITRA
New Update
GUJAAA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এখনই কিন্তু বিপদ কাটছে গুজরাটের। ধেয়ে আসছে আরও ভয়ানক বৃষ্টি। আজ রবিবার এমনই পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। এদিন আইএমডি-র বিজ্ঞানী অভিমন্যু চৌহান জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ গুজরাট (Gujarat) এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেবভূমি দ্বারকা, রাজকোট, ভাবনগর এবং ভালসাডের মতো কয়েকটি জেলায়ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।‘

#WATCH | Ahmedabad, Gujarat: Abhimanyu Chauhan, IMD Scientist says, "During the next 24 hours there is a possibility of heavy to very heavy rainfall over parts of South Gujarat and Saurashtra-Kutch region. And some districts namely Devbhumi Dwarka, Rajkot, Bhavnagar, and Valsad… pic.twitter.com/rxmQLYSmBQ

— ANI (@ANI) July 23, 2023