নিজস্ব সংবাদদাতাঃ এখনই কিন্তু বিপদ কাটছে গুজরাটের। ধেয়ে আসছে আরও ভয়ানক বৃষ্টি। আজ রবিবার এমনই পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। এদিন আইএমডি-র বিজ্ঞানী অভিমন্যু চৌহান জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ গুজরাট (Gujarat) এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেবভূমি দ্বারকা, রাজকোট, ভাবনগর এবং ভালসাডের মতো কয়েকটি জেলায়ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।‘
#WATCH | Ahmedabad, Gujarat: Abhimanyu Chauhan, IMD Scientist says, "During the next 24 hours there is a possibility of heavy to very heavy rainfall over parts of South Gujarat and Saurashtra-Kutch region. And some districts namely Devbhumi Dwarka, Rajkot, Bhavnagar, and Valsad… pic.twitter.com/rxmQLYSmBQ
— ANI (@ANI) July 23, 2023