ঘূর্ণিঝড়! সতর্কতা জারি করল মৌসম ভবন

ভয়াবহ তাপপ্রবাহে (Heatwave) পুড়ছে গোটা বাংলা। বর্ষা কবে ঢুকবে দেশে? সর্বোপরী পশ্চিমবঙ্গেই বা কবে প্রবেশ ঘটবে বর্ষার (Monsoon)? সেই নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে ফের একবার ঘূর্ণিঝড় (Cyclone) নিয়ে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর।

author-image
SWETA MITRA
New Update
imd.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার ঘূর্ণিঝড় (Cyclone) নিয়ে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)-র তরফে জানানো হয়েছে যে, ‘দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন আরব সাগরের দক্ষিণ-পূর্বে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।‘ অন্যদিকে বর্ষা প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) জানিয়েছে, কেরালায় বর্ষার আগমনের জন্য এখনও সময় রয়েছে। ৪ জুন রবিবার কেরালায় বর্ষা আসার কথা ছিল, কিন্তু তা শুরু হয়নি। আবহাওয়া অধিদফতর আরও দুই থেকে তিন দিন বিলম্বের পূর্বাভাস দিয়েছে।