নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার ঘূর্ণিঝড় (Cyclone) নিয়ে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)-র তরফে জানানো হয়েছে যে, ‘দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন আরব সাগরের দক্ষিণ-পূর্বে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।‘ অন্যদিকে বর্ষা প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) জানিয়েছে, কেরালায় বর্ষার আগমনের জন্য এখনও সময় রয়েছে। ৪ জুন রবিবার কেরালায় বর্ষা আসার কথা ছিল, কিন্তু তা শুরু হয়নি। আবহাওয়া অধিদফতর আরও দুই থেকে তিন দিন বিলম্বের পূর্বাভাস দিয়েছে।