নিজস্ব সংবাদদাতাঃ ফের বিরাট আবহাওয়া বদলের পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। দেশের একের পর এক রাজ্যে চরম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে, ভারতের আবহাওয়া বিভাগ বাঁ আইএমডি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত যথেষ্ট বৃষ্টিপাতের (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছে। এছাড়াও, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যেও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
১৮ ও ২১ থেকে ২৩ আগস্ট উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং ২১ থেকে ২৩ আগস্ট পশ্চিম উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশগুলিতে হালকা থেকে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আইএমডি।
এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ তারিখ অবধি দফায় দফায় ভারী বৃষ্টি হবে ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমে। ১৮ ই আগস্ট অর্থাৎ আজ ওড়িশায় বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে পূর্ব ভারতের বাকি অংশগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি।
আগামী ২৩ আগস্ট অবধি আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং ১৯ থেকে ২৩ আগস্ট অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
সেইসঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ১৮ আগস্ট এবং তেলেঙ্গানায় ১৮ ও ১৯ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেইসঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ। দক্ষিণ উপদ্বীপীয় ভারতের বাকি অংশগুলিতে সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ১৯ তারিখের মধ্যে ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮, ১৯, ২২ ও ২৩ তারিখে পূর্ব মধ্যপ্রদেশ এবং ১৮ ও ১৯ তারিখে বিদর্ভ; ১৯ আগস্ট পশ্চিম মধ্যপ্রদেশ ব্যাপক বৃষ্টি চলবে। বলা হচ্ছে, সপ্তাহব্যাপী মধ্য ভারতের বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে হিমাচল প্রদেশে বৃষ্টিজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী ৪-৫ দিনের মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের অনেক জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে ঘরবাড়ি ধসে পড়েছে এবং রাস্তাগুলি ভেসে গেছে। প্রায় ৬৫০টি রাস্তা অবরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন যে এই বর্ষায় ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো নতুন করে গড়ে তুলতে তাঁর রাজ্যের এক বছর সময় লাগবে।